১। প্রতিবন্ধী ঋণ নিয়ে স্বাবলম্বী মোঃ আবু বক্কর সিদ্দিকঃ
নাম- মোঃ আবু বক্বর সিদ্দিক, পিতা: মোঃ ফরিদ উদ্দিন
গ্রামঃ ডেকড়া, পোঃ রামেশ্বরপুর, ইউনিয়নঃ লাহিড়ীপাড়া, বগুড়া সদর বগুড়া
আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ২০০৭ সালে প্রতিবন্ধী স্কীমের বিপরীতে ১১,০২৫/-টাকা ঋণ বিতরণ করা হয়। স্কীম গ্রহিতা ঋণের অর্থ গ্রহণ করে কার্যকরি ও সময় উপযোগী সিদ্ধান্ত হিসাবে স্কীমের বিপরীতে ১১,০২৫/- টাকা দিয়ে ১টি গরু ক্রয় করেন। তার জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখে গরুটি লালন পালনসহ পতিত জমিতে গরুর জন্য ঘাস আবাদ শুরু করেন। ২য় বছর গরু একটি বাচ্চা জন্মায়। তখন তার বাচ্বার মুল্য ৩৮,০০০/-টাকায় বিক্রি করে। গরু থেকে সে দুধ বিক্রি করা শুরু করেন। গরুর গোবর সার হিসেবে জমিতে ব্যবহার করে তার জমির ঊর্বরতা বৃদ্ধি করে। পাশাপাশি হাঁস, মুরগী, বাড়ীর আঙ্গিনায় সবজি চাষ করেন। প্রয়োজনীয় স্বচ্ছন্দের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আবাসস্থলের উন্নতি হিসাবে টিনের ঘর ভেঙ্গে ৪ (চার) রুমবিশিষ্ট পাকাবাড়ী তৈরী করেন।
১১,০২৫/-দিয়ে থেকে শুরু করে পরবর্তীতে উল্লিখিত বাচ্চাটি বড় করে ৭৫,০০০/- টাকায় বিক্রি করে। ঋণ ও নিজের অর্থ কাজে লাগিয়ে বর্তমানে তাঁর ৫টা গরু আছে, নিজস্ব জমিতে কৃষি কাজ করছে। প্রতিবন্ধী ভাতা পায় এবং স্বাবলম্বী জীবন যাপন করছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস